ভেঙে যাওয়া কাচের টুকরো গুলো
জোড়া কি লাগে বলো, জোড়া কি লাগে বলো।
ভেসে যাওয়া মনটা কখনো আবার
ফিরে কি আসে বলো, ফিরে কি আসে বলো।
জোড়া কি লাগে বলো, ফিরে কি আসে বলো...
তবু ভোলা কি এতো সহজ
আমার এই মনের স্মৃতি,
স্বপ্ন ঘরে যে তুমি ছিলে
আমার এক মনের তিথি।
সে পথ যে একই ছিলো,
কি করে ভুলি বলো, জোড়া কি লাগে বলো।
সেই পাহাড় চুড়ায় প্রেম ভালোবাসায় যে ঘর ছিল ঘেরা,
হাসি আনন্দে কেটেছে বেলা তবু আজ যে সবই অধরা।
ভালোবাসা যে আমার শুধু
নিতে আর দেয়না ঝুঁকি,
পৃথিবীতে আর আমার চোখে
স্বপ্ন যে দেয়না উঁকি।
আজ সেই যে গল্প হলো,
কি করে ভুলি বলো, জোড়া কি লাগে বলো।