নারী-পুরুষ সবাই মানুষ  
সবাই আমরা সমান,
বিভেদ সেতো জন্মসূত্রে  
লিঙ্গ ভেদে অসমান।

পুরুষ বলে গর্ব করে
গলা ফাটাই যারা,
প্রকৃত মানুষ হয়ে নিজেদের
দেখাতে পারত তারা।

জীবনটা যখন অন্যের দেওয়া
একটা বড় উপহার,
নারী পুরুষ বিভেদ কেন
প্রয়োজন আছে সবার।

মানুষ হয়ে মানুষকে যদি
ভালোবাসতে পারতো,
অহং বোধের মায়াজাল
ছিন্ন হতো হয়তো।

তবে আবার এটাও ঠিক
পুরুষেরও কান্না পায়,
পুরুষের হাত থাকলে হাতে
নারীও মনোবল পায়।

অনেক সম্পর্কের  বাঁধনে যেমন
জড়িয়ে  তুমি পুরুষ,
বাবা,  ভাই, দাদা,  স্বামী
আসলে এরাও মানুষ।

পুরুষ মানে  পাষাণ নয়
তারও আছে অন্তর,
সৃষ্টিতে  দুজনাই পরিপূরক
নারী কিবা নর।

আজ নাকি পুরুষ দিবস
বলছে বিশ্বজুড়ে,
অহং বোধের তকমাটা তবে
ফেলতে হবে ছিঁড়ে।।