প্রথিবীর মাঝে খুঁজে রাখি
তোমার জন্যে একটু সুখ,
আমি তোমায় ভালোবেসে
সইতে পারি অনেক দুঃখ।.........
অজানার পথে হেঁটে মোরা
কখন হয়েছি যে দিশেহারা,
হৃদয় মাঝে লুকানো প্রেম
তুমি বিনা হয় যে অধরা।
হৃদয় মাঝে লুকানো প্রেম
তুমি বিনা হয় যে অধরা।
এক পলকে চোখের দেখা
ঠোঁটের কোনে লুকানো হাসি,
এই যদি হয় ভালোবাসা
হব আমি ভীষণ খুশি।......
এ যদি হয় সেই অভিনয়
জীবন হবে ছন্নছাড়া,
হৃদয় মাঝে লুকানো প্রেম
তুমি বিনা হয় যে অধরা।
হৃদয় মাঝে লুকানো প্রেম
তুমি বিনা হয় যে অধরা।
তোমার স্পর্শে দোলে হৃদয়
রঙিন মনে গল্প কথায়,
একটু চাওয়ায় একটু পাওয়ায়
মন ভরেছে শুধু ব্যথায়।...........
প্রশ্ন গুলো চোখের কোনে
উঠেছে ভেসে তোমায় ছাড়া,
হৃদয় মাঝে লুকানো প্রেম
তুমি বিনা হয় যে অধরা।
হৃদয় মাঝে লুকানো প্রেম
তুমি বিনা হয় যে অধরা।......