চোখের নোনা জলে তৈরী হয়েছে যে ক্ষতের নদী টা
স্মৃতির কচুরিপানায় ভরেছে জীবনের সেই দিন কটা।
আজ মনে হয় দূর বহু দূরে সব স্মৃতি দিই ছুড়ে,
কেমনে পাড়ি ভুলতে তোকে সব যে তুই ঘিরে।
আজ উদাস মন পাড়ায় আবার ভিজতে ইচ্ছা হয়,
চুপটি করে দেখবো সব আর তোকে ডাকবো ইশারায়।
আমার অভিমানি মনটা শুধু তোকে খুঁজে বেড়ায়,
আমার হৃদয়ে তুই ছাড়া নেই অন্য কোনো বাঁচার উপায়।
অতৃপ্ত মনে স্মৃতির জঙ্গলে শুধু দেখি তোর চিহ্নে ভরা,
যৌবনের তুলিতে চোখের আগুনে পুড়ে জীবন হয়েছে সারা।
এখনও কটিদেশের খাঁজে নানান অজুহাতে প্রেম খুঁজে বেড়াই,
বর্ণিল অনুভূতি গুলো নেশার ঘোরে কি কখনও ভোলা যায়?
রূপকের আড়ালে অব্যক্ত কথাগুলোই শুধু লেখনী হয়ে যায়,
বিরহের যন্ত্রণায়, বিশ্বাসের আঙ্গিনায় স্বপ্নের প্রাচীর ভেঙে যায়।।