সুদীপ (চোখেরবালি)
"" "" "" "" "" "" "" "" "" "" "" "" "
তোকে আমি দেবো ছেড়ে
দেবো মুক্ত করে,
লেখা আছে তোর নাম
মনের আকাশ জুড়ে।
একটু করে নিয়েছি বেঁধে
তোকে আমার নিঃশ্বাসে,
চলতে চলতে ছায়া হয়ে
থাকবো তোর বিশ্বাসে।
একটা জীবন তোর সাথে
ফুরক না তেমন করে,
থাক না কিছু রঙিন স্মৃতি
চেয়েছি যেমন করে।
তোর মনের সাথে মিশেছিল
আমার মন সারাক্ষণ,
বুঝিনি কবে আমার অনুভবে
হলি এতোটা আপন।
যে ভালোবাসায় পেয়েছি ঠিকানা
জীবনের নতুন অভিযান,
তোর শূন্যতায় মানতে পারিনা
হৃদয়ের কোনও ব্যবধান।
দুটি বছর একটু করে
আমায় কাছে টেনে,
কোন ভুলে আজ আমায়
রেখেছিস দূরে জানিনে।।