আমি স্বপ্ন দেখি দিন রাত, স্বপ্ন দেখি,
মানুষের কোমল হৃদয় স্পর্শ করার স্বপ্ন,
পৃথিবীর সবকিছু পরিবর্তন হওয়ার স্বপ্ন,
জাতির সবুজ মনের নৈতিক জাগরণের স্বপ্ন।
এক নিদারুণ ঝড় দ্বারা পৃথিবী পরিবর্তিত হবে।
স্বাধীনতার ঠোঁটে ঝলমলে চুম্বনের তৃপ্তির স্বপ্ন দেখি,
পৃথিবীর বুকে অনিশ্চয়তার দাগ কমানোর স্বপ্ন দেখি।
আমার হৃদয়ের রাস্তায় কাউকে ভালোবাসার স্বপ্ন দেখি,
আমার এই জন্মভূমির বিশ্বের শীর্ষে দাঁড়ানোর স্বপ্ন দেখি।
আমার রঙিন মিষ্টি স্বপ্ন গুলো রাত জুড়ে সাঁতার কাটছে,
রামধনু রাঙা মূল্যবান স্বপ্ন গুলোর মূল্য সব কিছুর চেয়ে বেশি।।