আমি যে অনেক কিছু বলতে চাই
তবু বলতে দেয় না এই হৃদয়,
আমি যে ছিলাম শেষের পথে
তুমি আমার কবিতার সূচনায়।
মেঘপোড়া রোদে আমার আবেগ
ভালোবাসার কথা লিখে যায়,
স্মৃতিগুলো জোয়ারের জলে ভেসে
একাকার করে দেয় তোমায় আমায়।
তোমারি পথে আছি সারাক্ষণ চেয়ে
এসোনা ফিরে দু-হাত বাড়িয়ে,
শূন্য হৃদয় ভাষা হীন ভাবে
ধুঁয়াশায় আছে আজও দাঁড়িয়ে।
কুয়াশার আবছা আলোয় খুঁজি
মিলিয়ে যাওয়া স্বপ্ন ছায়া মুখ,
এই হৃদয়ের অনুভবে শুধু যে তুমি
তাই আজ পেয়েছি অনেক দুখ।
তোমার মাঝেই আমার জীবন যাপন
আছ বুকে নীরবে জড়িয়ে,
দু-চোখে তোমারই প্রেমের ছায়া ভাসে
ভাবনাতে রাখি তোমায় ভরিয়ে।।