আমার একটা ভোর চাই।
নিস্তব্ধ কুয়াশায় ঢাকা নগরীর বুক চিরে
রক্তিম সূর্যটা অগ্নিভো হয়ে ওঠার মুহূর্তে
প্রেমের মাধুর্যকে আমি প্রত্যক্ষকরণ করতে চাই।
আমার একটা সকাল চাই।
পাখিদের কলতান এর শব্দে সূচাগ্র নখের আঁচরে
নিউরনে ঠাসা স্মৃতির প্রবাহে
ধমনীর উষ্ণ রক্তচাপের অনুভূতি চাই।
আমার একটা দুপুর চাই।
উজ্জ্বল ভাস্বর আর্তনাদে ঠাসা
আত্মাকে নিপীড়িত দগ্ধ করার জন্য
অস্থির চিত্তে জীবনের ঠিকানা টুকু খুঁজতে চাই।
আমার একটা রংছটা বিকেল চাই।
নগ্ন শিরদাঁড়ায় জমে থাকা যন্ত্রণায়
বিদায়ী সূর্যের হাতছানি আর প্রেমের ক্লান্তি নিয়ে
ভুলে থাকা চুমুর সংশোধন চাই।
আমার একটা সন্ধ্যা চাই।
আশাহত ক্লান্ত নীড়ে ফেরা পাখি
শরীরের ভুল অলিতে-গলিতে ঘুরতে থাকা
ভগ্ন হৃদয়ে অবিশ্বাসের বিশ্বাসটুকু বুঝতে চাই।
আমার একটা নিকষ কালো রাত্রি চাই।
উন্মাদনার প্রান্তে নিঃস্ব সত্তার সম্পর্ক টুকু
জীর্ণ বস্ত্রে লেগে থাকা আগামী দিনের পরিচয়ে
ভালোবাসার জলচ্ছবিটা উপলব্ধি করতে চাই।।