চোখেরবালি চোখেরবালি কোথায় তুই থাকিস
বারেক ফিরে মনের ভুলে একবার তুই দেখিস।
সারাদিনে সময় করে একটি বার যেন ডাকিস,
কাজের ফাঁকে পথটি ভুলে এদিকে তে আসিস।
তোর জন্যে অপেক্ষা ফেসবুকের এই চ্যাটে,
হাই হ্যালো টা অন্তত একবার বলিস রাতে।
হৃদয়ে প্রেমের সুর নিয়ে বসে আমি আছি,
দুজনে এক পেয়ালায় চুমুক দিতে রাজি।
ভালোবাসার গন্ধ নিয়ে নেশায় বুঁদ হব,
চোখের পাতায় ঘুম এলেও তবু জেগে রবো।