তোকে আমি দেবো ছেড়ে
দেবো যে মুক্ত করে,
লেখা আছে তোর নাম
মনের আকাশ জুড়ে।
আমার মনের আকাশ জুড়ে।..... (২ বার)
আমার মনের আকাশ জুড়ে।
একটু করে নিয়েছি বেঁধে
তোকে আমার নিঃশ্বাসে,
চলতে চলতে ছায়া হয়ে
থাকবো তোর বিশ্বাসে।...... (২ বার)
একটা জীবন তোর সাথে
একটা জীবন তোর সাথে
ফুরক না তেমন করে,
তোকে আমি দেবো ছেড়ে
দেবো যে মুক্ত করে,
লেখা আছে তোর নাম
মনের আকাশ জুড়ে।
লেখা আছে তোর নাম
মনের আকাশ জুড়ে।
আমার মনের আকাশ জুড়ে।
তোর মনের সাথে মিশেছিল
আমার মন সারাক্ষণ,
বুঝিনি কবে এই অনুভবে
হলি এতোটা আপন।
তোর মনের সাথে মিশেছিল
আমার মন সারাক্ষণ,
সাসা গামা গারেসানি পামাগারেসারেসা...
থাক না কিছু রঙিন স্মৃতি
থাক না কিছু রঙিন স্মৃতি
চেয়েছি যেমন করে।
লেখা আছে তোর নাম
মনের আকাশ জুড়ে।
হো লেখা আছে তোর নাম
মনের আকাশ জুড়ে।
তোকে আমি দেবো ছেড়ে
দেবো যে মুক্ত করে,
লেখা আছে তোর নাম
মনের আকাশ জুড়ে।
হো হো হো মনের আকাশ জুড়ে।।
(সুর দেওয়া আছে)