আমি বুঝিনি তোর দেওয়া কষ্ট গুলো
হবে নষ্ট প্রেমের কবিতা,
দুঃখ গুলো চোখের জলে মুছে গেলে
করতে হতো না এত ভণিতা।
আমি বুঝিনি কেন চলে গেলি হাসি মুখে
শত ব্যথা দিয়ে বুকে,
ভাঙা মন আজ নির্বিকারে গুনছে প্রহর
নিদারুণ যন্ত্রণা নিয়ে শোকে।
আমি বুঝিনি কেন বিশ্বাস কেড়ে নিয়ে
কাঁদালি কোমল অবুঝ হৃদয়,
এই পৃথিবীর বুকে হয়তো একমাত্র তুই;
তুই কি এমনই ছিলি নির্দয়?
আমি বুঝিনি কেন হৃদয়ে রেখে দিলি ছাপ
ভরিয়ে অতীত স্মৃতি দিয়ে,
তুই তো সেই চোখের মাঝেই পড়ে আছিস
আমার চোখের বালি হয়ে।
আমি বুঝিনি কেন দিয়েছিলি কথা
থাকবি সাথে পাশাপাশি,
আজ সবই মনে হয় মিথ্যে
ছলনা ছিল তোর ভালোবাসাবাসি।।