আমার ঘুম আসে না
তোমার মিথ্যা কথার ছলে,
যতই খাই স্লিপিং পিলে।
সত্যি বলছি আমার ঘুম আসে না
ঘুমাতে গেলেই ভেসে ওঠে তোমার মুখ,
শেষ রাতেও নিদ্রা হীন চোখে নেই সুখ।
মিথ্যা বলছি না আমার ঘুম আসে না
অতীত স্মৃতি কোঁকরাতে থাকে প্রতিক্ষণ,
ইতিউতি নাড়াদেয় আমার বিষন্ন মন।
জানো আমার ঘুম আসে না!
ঘুমাতে আমি আর চাইও না।।