জানিনা কিভাবে একটা অপ্রার্থিত মুখ
সব প্রতিকূলতা ভেঙে কবিতা হয়ে গেল,
কেউ তো কিছু জানলনা কেউ তো কিছু বুঝল না
অপ্রত্যাশিত কোনো বিস্ময় হয়ে রয়ে গেল।
সেই চোখ অভাবনীয় অকল্পনীয় সুন্দর
বিস্তীর্ণ আকাশে জোছনায় তারার ভিড়ে,
আমার হৃদয়ের সব বেড়া টপকে
জানিনা কি ভাবে বেদনার সঙ্গী হল ধীরে ধীরে।।