হোকনা সমাজ পুরুষ তান্ত্রিক
সবার জন্মদাত্রী নারী,
আমার কাছে শিখেছ ভাষা
হেঁটেছ হাতটি ধরি।
শিশুর মুখের প্রথম আহার
মায়ের বুকের স্তন্য,
আমার কাছে বিদ্যা শিখে
লড়িস দেশের জন্য।
শিশুর দুঃখ আমি বুঝি
প্রেমিকের কষ্ট আমি,
সকল ব্যথার উপচার আমি
আমি যে অন্তর্যামী।
তোমার যৌবনেও আমি থাকি
সকল আত্ম ত্যাগে,
তোমার স্বপ্ন পূরণ করি
আমি রাত্রি জেগে।
যখন তুমি শক্তি হারাও
আমিই থাকি পাশে,
কন্যা হয়ে সেবা করি
তোমাদের শেষ বয়সে।
জগৎ শুধু কেন বলে
নারীর নিজস্ব নেই কিছু,
নারী ধারক নারী বাহক
জগৎ চলছে যে নারীর পিছু।
শিশু কন্যা ভ্রূণ হয়ে
যখন আসি জগতে,
আমি তো নারী তোদের মেয়ে
বাঁচতে দে না আমাকে।
নারী বলে তাকাস কেন
নিয়ে লোলুপ দৃষ্টি,
নারী পুরুষ সবাই মানুষ
এ যে বিধাতার সৃষ্টি।
মহাকাল যে শায়িত থাকে
নারীর চরণ তলে,
নারীর জন্যে জয়গান-নারী
অবলা নয় বলে।।