বসে আছি পৃথিবী করোনা মুক্ত হবার বার্তা
শোনার অপেক্ষায়,
বসে আছি প্রিয়তমার মুখে পুরানো ডাকটা
শোনার অপেক্ষায়,
বসে আছি উদ্বেগ অন্তহীন আতঙ্ক মুক্ত জনগনকে
দেখার অপেক্ষায়,
বসে আছি অকালে স্বজন হারা প্রিয়জনের দুঃখ
উপশমের অপেক্ষায়,
বসে আছি সকলের অলক্ষ্যে স্বপ্ন হারা পাখিটার নীড়ে
ফেরার অপেক্ষায়,
বসে আছি রুটি রোজগার হারা মানুষটার মুখে অন্ন
জোগানোর অপেক্ষায়,
বসে আছি প্রত্যাশার সময় গুলো কেমন ভাবে বয়ে যায়
দেখার অপেক্ষায়,
বসে থাকবো তোমার জন্যে প্রিয়তমা, হ্যাঁ শুধু তোমাকে
পাওয়ার অপেক্ষায়।।