তোমায় নিয়ে ভাবছি আমি সাগর দেব পাড়ি,
তাই না শুনে নীল জলেতে ঢেউয়ের চলছে হুড়োহুড়ি।
ভালোবাসার নৌকাটা ভেসে আসছে দেখো তাড়াতাড়ি,
নীল আকাশে মেঘের ভেলায় চলছে উড়াউড়ি।
আজ হিমেল হাওয়ায় পাগলা মনে প্রেমের ছড়াছড়ি,
জ্যোৎস্না রাতে মন ছুটেছে আমার স্বপ্ন চাঁদের বাড়ি।
গোধুলি বেলায় স্নিগ্ধ আলোয় যদি তুমি বল কিছু,
সব ছেড়ে রঙিন হয়ে, যাব আমি তোমার পিছুপিছু।
রাগ করলে মন ভোলাতে ভালো আমি পারি,
বাদলা দিনে মেঘের ফাঁকে দুজন খেলব লুকোচুরি।
তবুও আমার ভাল্লাগেনা ভাবছি এত কেন?
যাই হোক ভালোবাসা কখনও থামবে না তুমি জেনো।।