অপরাধ মনে রাখি তাই
কখনো ঘুমোতে পারিনা,
ভালোবাসা মনে রেখে
পেয়েছি অতীতের যন্ত্রনা।
মনে হয় দুজনেই জ্বলছি,
মনে হয় দুজনেই পুড়ছি।
অবিরাম ভাবে বৃষ্টিতে আমি ভিজছি.....২
পাশাপাশি এলোমেলো নিশ্চুপ দিনগুলো
ঘুরে-ঘুরে মনে মনে প্রেমটা যে হয়ে গেল।
মনে মনে চুপি চুপি শুনেছি,
মনে হয় ভালো আমি বেসেছি।
অবিরাম ভাবে বৃষ্টিতে আমি ভিজছি....২
চোখে চোখে মুখে মুখে সব কথা বলেছিল
দিনে দিনে ভেবে ভেবে মনটাই ছুঁয়ে দিল।
মনে হয় স্বপ্ন আমি দেখছি,
মনে হয় হৃদয় আমি দিয়েছি।
অবিরাম ভাবে বৃষ্টিতে আমি ভিজছি.....২