আমায় দেখে তোমরা মুখ ফিরিয়ে নিচ্ছ তাইতো?
কারণ আমি নাকি সমাজের একজন নষ্টা নারী,
যখন রাস্তায় কয়েক টা নরপশু আমায় কলঙ্কিত করে
খাবলে খাচ্ছিল তখন দেখছিলে তাকিয়ে কি করি!
নিজের শিক্ষা নিয়ে যখন ঘুরেছি চাকরির দ্বারে দ্বারে
লোলুপ বাবুদের চোখ ছিল আমার চেহারার দিকে,
চাকরি না পেয়ে বেছে নিয়েছি তোমাদের দেখানো
সমাজের নষ্টা পথ, যন্ত্রণা দীর্ণ পেটের আর্তনাদে।
রাস্তায় দাঁড়িয়েছি তোমাদের মনোরঞ্জন এর জন্য
তাইতো তোমরা হাসো আমি নাকি নষ্টা নারী বলে,
সামাজিকতার ভয়ে কোন দিন নিজেদের ঘরে তুলে নাওনি
তবু নষ্ট পল্লীতে এসে নেশার ঘোরে হুঁশ হারিয়ে গেছো চলে।
আমার নামের সাথে তোমরাই দিয়েছো নতুন বেশ্যা উপাধি
বুকের মাঝে লেপে দিয়েছ ক্ষতবিক্ষত নখের আঁচড়,
খামচে ধরা মাটিটাই শুধু রক্তে ভিজে গেছে
অপরাধী বিত্তবান মানুষদের কাটেনি একটুও আঁকড়।
বৃদ্ধ বাবা মা আর নিজের পেটের ভাত জোগাড় করতে
কোন সহৃদয় ব্যক্তি অজান্তেই এনেছিল নষ্টা পথে,
শিক্ষিত সমাজের তোমরাই মানুষ, তোমাদেরই মূল্য
তাই নিত্য নতুন খেলায় মাতোয়ারা হও অন্ধকার রাতে।
আর ভোরের আলো ফোটার সাথে এঁটো পাতার মতো
ছুঁড়ে ফেলে দাও রাস্তার ধারে দাঁড়ানো ডাস্টবিনের গাড়িতে,
তাই আজ এই নোংরা বিকলাঙ্গ সমাজের কাছে আমি
তোমাদের নোংরা মস্তিষ্কের জন্য পরিচিত নষ্টা নারীতে।
এই অপবাদ কষ্ট দিয়েছে কলঙ্কিত নারী সমাজে বেঁচে থাকতে
আমি বহুবার চেষ্টা করেছি জীবনটাকে আত্মহুতি দিতে,
কিন্তু পারি নি, তোমরাই তো শিখিয়েছ আত্মহত্যা মহাপাপ
তাইতো মেনে নিয়েছি সমাজে নষ্টা নারী হয়ে থাকতে।।