জানিনা তুমি কি করে পারলে
মুছে দিতে আমার স্মৃতি,
আমি বিস্মিত কি করে ভুলে গেলে
তোমার দেওয়া প্রতিশ্রুতি!

এই কি ছিল তোমার ভালোবাসা?
তবে কেনো দিয়েছিলে মিথ্যে আশা?

মনের চোড়া কোঠায় লিখে রাখি
ব্যর্থ প্রেমের কথা,
স্মৃতির দহনে জ্বলতে থাকি
নিয়ে হৃদয়ে ব্যথা।

সব হারিয়ে নিঃস্ব হয়েছি আমি
আর কিছু নেই হারাবার,
এখন শুধু স্মৃতির জাবর কাটি
জীবন হয়েছে দুর্নিবার।।
.......................................
রচনা ১৮.০৭.১৮
সকাল ৮.৪৫ মি
কোলকাতা