যতই তুমি দাও দূরে ঠেলে
তবু আমি ফিরে আসি,
জানতে পারবে না তুমি কোনদিনও
তোমায় আমি কত ভালোবাসি।
তোমার বিজড়িত স্মৃতি নিয়ে বাঁচবো
যতটা এজীবন আমায় বাঁচায়,
ভেবেছিলাম অনেক দূর হাঁটব
যতটা আমার মন চাই।
আমি চেয়েছি তোমায় সাগরের কাছে
নীল জল হাতে ছুঁয়ে,
আমি দেখেছি তোমায় স্বপ্নের মাঝে
চোখ বুজে শুয়ে শুয়ে।
আমার মনের অচেনা শহর জুড়ে
আপন ছিলে যে শুধু তুমি,
তবু হয়নি তোমার মনে ঠাঁই
সীমানার বাইরেই আছি আমি।
আমার মনের ইচ্ছের চোরা গলিতে
পুড়ে গেছে জীবনের যত আশ,
থাকতে চেয়েছি তোমার মন পাহাড়ায়
ভোলার নেই যে কোন অবকাশ।।