হু লালা লালা লা হু লালা লালা লা হু লালা লালা লা..

ও আকাশ ও বাতাস
তোমরা কি আমাদের ডাকো,
ও মাটি ও বারি
তোমরা কি এমনি থাকো।
Today is our day hu-la-la-la.
It's our dream hu-la-la-la.


অজানা এই পথে সুরে সুরে
চোখ বলে তুমি যে কত দূরে।
আমরা কজন পথে ঘুরে ঘুরে
অচেনা কে চিনি হৃদয় জুড়ে।
We can enjoy these hu-la-la-la.
It's our dream hu-la-la-la.

Rap....
নীল আকাশ নীল নদী দেখে মন চাই হারিয়ে যেতে
নিজের খাম খেয়ালে ঘুরে বেড়ায়
জনজাল এর কবিতায় খুঁজে পেতে
যাবো মোরা বিহারী নাথ
ধরে এই সবুজ পথ
পেরিয়ে দামোদর নদ
চলতে থাকব আমরা
চলতে থাকব আমরা
চলবে না ক্লান্ত হলে
যেতে হবে বাবার নাম বলে
ডাকছে  মোদের এই সবুজ পথ
ডাকছে মোদের এই সবুজ পথ
যেতে হবে মোরা
যাবো মরা যদি হই এক মত
যাবো মোরা যদি হই এক মত।


আজ মন চায় আরও কাছে আসি,
মনে মনে শুধু তোমায় ভালোবাসি।
আমরা এক সাথে পাশাপাশি,
মন চায় খুঁজে পেতে মুখের হাসি।
It's feel very touch hu-la-la-la.
Today is our day hu-la-la-la.।

Song has introduce Upcoming bengali movie "দ্রোপদী"

This song composed by- souvik and Avik ..
Music arranger - Avik and souvik and Rajiv
Singer - Avik BHAGAT and pinky Roy ..
Rap lyrics. .. Keshab karmokar
Vocal record - L.M studio