১.
মায়ের আজ বিদায় বেলা
সবাই মিলে সিঁদুর খেলা,
পুজোর আবেশ ধরে রাখা
আসছে বছর হবে দেখা।
আকাশের ওই অরুণ রাগে
মধুর তান করুণ লাগে।
ভক্তি আশীষ চেয়ে নিয়ে
বরন ডালা সাজা গিয়ে।
মুক্তি যে আজ মনের কামনায়
মায়ের আশীষ সবার চেতনায়।।

২.
শিবের ঘরে যাবে মাগো আসবে আবার বছর ঘুরে।
খুশির আমেজ নিয়ে এলো আগমনীর সুরে সুরে।।

ষষ্ঠী থেকে নবমী তোমায় ঘিরে চলে খুশির নাচন।
আজ বিজয়ার সুরে তালে বিষাদ হলো সবার মন।।

আসছে বছর আবার এসো এই ধরনীর কোলে।
তোমায় নিয়ে মাতবো মাগো সব দুঃখ ব্যাধি ভুলে।।