১.
লাল গোলাপ বলে আমি তোমাকে ভালোবাসি,
তুমি কি বাসবে ভালো থাকব পাশাপাশি?
জানি গোলাপ দিয়ে যায় না কেনা ভালোবাসা,
প্রেম তো জাগায় মনে অন্তরের একটু আশা।
গোলাপ দিবসে গোলাপ দিয়ে প্রেম নিবেদন,
দুটি হৃদয় একসাথে থাকার একান্ত আবেদন।
গোলাপের কাঁটা যদি ভালোবাসা হয়ে বেঁধে যায়,
সে ভালোবাসা অভিন্ন অটুট বন্ধনে জড়ায়।
কখনও প্রেম না থাকলে কি ভালোবাসা হয়?
গোলাপ দিয়ে করতে হয় সেই ভালোবাসা জয়।
আজ গোলাপের রঙ কতটা হল রক্ত রাঙা,
ভালোবাসার সকাল সেতো প্রেমিকার জানা।
২.
গোলাপ দিবসে
গোলাপী চাওয়া,
সুগন্ধি ছড়ায়
মাতাল হাওয়া।
ইচ্ছেরা যখন
দিচ্ছে উঁকি,
হৃদয় মাঝে
তোমায় ডাকি।