মিষ্টি আলোর স্নিগ্ধ ছোঁয়া
সবুজ ঘাসে ঘাসে,
ছড়িয়ে আছে ভোরের শিশির
তোমার আশেপাশে।
দক্ষিণা বাতাসে দোলায় মাথা
রজনীগন্ধা ফুল,
উলুধ্বনি সানাই এর সুরে
বদলায় গোত্র কুল।
বাড়ির আঙিনায় খুশির জোয়ার
আজ বিশেষ দিনে,
সিঁথি হয়েছে সিঁদুর রাঙা
শুভ বিবাহ বন্ধনে,
হৃদয়ের ছোঁয়া লাগুক হৃদয়ে
নয়নে পড়ুক দৃষ্টি,
প্রণয়ের দোলা পরম পরশে
প্রাণেতে হোক সৃষ্টি।
হাসি খুশি ভালোবাসা ময়
পূর্ণ হোক দুটি জীবন,
তোমার জন্য রইল ষোড়শী
আমার অভিনন্দন।