তোর সুন্দর মুখের হাসি
আমি দেখতে ভালোবাসি।
মেঘে মেঘে হল যে ভোর
জানি না বয়স কত তোর?
তোর পটল চেরা চোখ
একটা কবিতা হলে হোক।
তোর চিকন গালের টোল
তুলেছে হৃদয় বীণায় বোল।
তোর কুঁচকানো কালো চুল
দেখে আমার কি যে হল ভুল।
তুই আমার কথাটা রাখ
জন্মদিনের শুভেচ্ছা টা থাক।
বিশ্বাস কর রাখব তোকে
সদায় বন্ধুর ছোট্ট বুকে।।