১
মিষ্টি আলোর স্নিগ্ধ ছোঁয়া
সবুজ ঘাসে ঘাসে,
ছড়িয়ে আছে ভোরের শিশির
তোমার আসে পাসে।
দক্ষিণা বাতাসে দোলায় মাথা
সাদা কাশের বোন,
পাখ পাখালির কল তানে
হারিয়ে গেছে মন।
নদীর তটে খুশির জোয়ার
আজ যে বিশেষ দিন,
ভালোবাসায় ভরে উঠুক ভাইয়ের
প্রতিটি শুভ জন্মদিন।
২
একটা বছর বেড়ে গেল
বাড়ল একটা মোমবাতি ।
কাল ও ছিলাম আজ ও আছি,
থাকব জন্মদিনের সাথী ।
শুভ জন্মদিন ।