অনেক নিয়েছেন আপনি ধার
আমরা যোগাতে পারছি না আর!
রোজগেরে টাকা ঢেলেছেন ফ্ল্যাটে,
এবার যান কাবেলের হাটে।
যদি না করেন আয় বুঝে ব্যয়,
ঘাটতির টাকা কে যোগান দেয়!!
মাসের শুরুতে টাকার অভাবে
জুনিয়রের কাছে পাতেন হাত স্বভাবে।
সুন্দর কথনে নিয়ে ধার,
শোধ করিতে অনিহা আপনার।
শুরুতে যৎসামান্য পরে অধিক,
দাদা কাজটা কি হচ্ছে সঠিক?