স্বপ্নের মাঝ পথে হঠাৎই
মেলে তৃষ্ণার্ত মরুভূমি,
মুহূর্তে থামা জীবনের গতিতে
নির্বাক চিত্তে আমি।
মনের মধ্যে জমে আছে
কিছু বিস্মিত স্মৃতি,
হয়তো জীবন সমুদ্রের স্রোতে
কিছু হারানোয় রীতি।
শেষ রাতে ভোরের আলোয়
জমে ওঠে শিশির,
বুকের যন্ত্রণায় দমকা নিঃশ্বাসে
অবসান ঘটে নিশির।
হৃদয় অন্তরে দিন শেষে
মায়া ভরা গোধূলি,
ধূসর স্মৃতির কড়া নেড়ে
অব্যাহতি দিয়ে গেলি।
আজ জীবনের অন্তিম ক্ষনে
শুকনো ঝড়া পাতায়-
শূন্য বৃত্তের কেন্দ্রে বসে
হিসাব কষে যাই।