মনটাকে শক্ত করো নিজ সত্ত্বাটাকে নিয়ে
পারলে তুমি বাঁচো নিজের ভেতর দিয়ে,
দেখো বাঁচাতে গেলে নয়ন নদী বইবে যখন
সঙ্গে থাকে পুড়িয়ে দেওয়ার আঁচও তখন।
মনের ভিতর আঁধার গুলো আগলে রেখে
দিনের পরে স্মৃতি গুলো ঘরের কোনে ঢেকে,
কেমন করে বুঝবে তুমি আগুন ধারায় ভিজে
জ্বলতে থাকা মন পাখিটা, নিভে গেছে নিজে,
আমি তখন গোমরামুখে দেখব দিনের শেষে
অতীত তুমি কেমন করে জয় করেছো হেসে।।