কবির কাব্যে তুমি গেছো
বারে বারে হারিয়ে
ও রূপবতী মেয়ে,
তুমি কি দেখেছো কখনো তোমায়
মনের পোড়া আয়নায়
একবারও ফিরে চেয়ে।
তোমার মায়াবী দু-চোখে
স্বপ্ন যাদু ঠোঁটে
গেছি আমি হারিয়ে,
ঐ টানা বক্র ভ্রুরুর ভাঁজে
রেশমী চুলের গোছে
দিয়েছ নেশা ধরিয়ে।
আধো আলো ছায়ায় তুমি
স্বপ্ন যাদু এঁকে
ডেকেছ হাত বাড়িয়ে,
রংধনু রঙে রাঙিয়ে মন
সুখের নিশানা খুঁজে
হৃদয় গেছে হারিয়ে।
শান্ত স্নিগ্ধ ভোরের আলোয়
তুমি ফুল ফুটিয়ে
মোর জীবনে এলে,
একরাশ হাসি মুখ নিয়ে
মায়াবী রূপের ছলনায়
আমায় শুধু ভোলালে
ও রূপবতী মেয়ে।।