তুমি ছাড়া মন মানে না
তুমি ছাড়া ভালো লাগে না।
তুমি ছাড়া জোছনা রাত কাটে না
তুমি ছাড়া মায়াবী ঘুম আসে না।
ভালোবাস দাও ভালোবাসা নাও...
আমি তোমার হাতে হাত রেখে
তুমি আমার আরও কাছে থেকে
আমি তোমায় একটু কাছে দেখে
তোমার অস্তিত্ব খুঁজি মনের ফাঁকে।
ভালোবাস দাও ভালোবাসা নাও...