একটু আমায় ঘুমোতে দাও
কালের বুকে মাথা দিয়ে,
প্রতিটি মুহূর্ত তোমার জন্যে
পারছিনা আমি থাকতে চেয়ে।
দিনগুলো আমার ভীষণ প্রিয়
রাতের প্রহর শুধু অসহায় ,
রামধনু-আঁকা জীবন ক্যানভাসে
জমেছে প্রশ্ন আর বিস্ময়।
আগামীর কথা মিশে গেছে
ঘুমহীন দু চোখের তারায়,
উদাসী দুপুর কাজল চোখে
নাজানি রয়েছে কার অপেক্ষায়।
বিরহের মাঠে অচেনা অবেলায়
বৃষ্টি ভেজা মেঘের অন্ধকার,
হারিয়ে যাবো দিগন্ত রেখায়
যদি ঘুম আসে একবার।
জাগবো আবার পৃথিবীর নিয়মে
যদি ফিরে আসি হেথায়।
খুঁজেনেব ঠিক আবার তোমায়
যেথায় হারিয়েছি আমি সেথায়।।