দিগন্ত থেকে অন্ত পথে
আমি তোমায় খুঁজেছি,
একবার শুধু এসে বলো
আমি যে ভালোবেসেছি।
ছোট্ট জীবনে কি জানি কবে
ব্যথা সেতো শুধু আমারই হবে ।

এখন কেন আমার মন
হারায় মধ্য রাতে,
জীবন আজ শূন্য হতে
চাইছে তোমায় পেতে
ছোট্ট জীবন কি জানি থামবে কবে
ব্যথা সেতো শুধু আমারই হবে ।

হয়তো আমার স্বপ্ন পূর্ণ
হবে তোমার সাথে,
তখন তুমি দিনের আলোয়
আসবে ব্যথা দিতে।
ছোট্ট জীবন কি জানি থামবে কবে
ব্যথা সেতো শুধু আমারই হবে ।
"" "" "" "" "" "" "" "" "" "" "" "" ""
21.02.21.-10.10pm
কোলকাতা

সুর: অভিক