ভুলে যেও তুমি পুরোনো স্মৃতি, ভুলে যেও,
ভুলে যেও তুমি ভালোবাসা খানি, ভুলে যেও,
সময়ের সাথে আবেগের টানে
কালিমা যত ভুলে যেও, ভুলে যেও---
চৈত্রের তাপে দগ্ধ প্রাণে
মগ্ন হৃদয় তোমার পানে,
মায়া ঘেরা সোনালী দিনে
আমি ছিলাম তোমার সনে। ভুলে যেও
বসন্তের শেষে রঙিন মনে
প্রতিশ্রুতি যত ভুলে যেও, ভুলে যেও----
আলোয় ঘেরা জ্যোৎস্না রাতে
ক্লান্ত হৃদয় তোমার পথে,
মন ভোলানো স্বপ্ন রথে
আমি ছিলাম তোমার সাথে। ভুলে যেও
বৈশাখী ঝড়ে বাদল দিনে
বেদনা যত ভুলে যেও, ভুলে যেও-----