সাগরের অথৈ জলের ভিতর
দু-চোখের জল নিষ্ঠুর ছিল,
তুমি ছিলে বড় হৃদয়হীনা
মন তাই নিঃস্ব হলো।
স্বপ্নে গড়া ব্যথার হৃদয়টা
যন্ত্রণা সইবে আর কতদিন?
খালের পাড়ে নীরবে বসে
তোমায় ভাবি আজও প্রতিদিন।
জীবনে দিয়েছো অনেক দুঃখ
বিনিময়ে পেয়েছো কি সুখের ভুবন?
পাথর বুকে বেঁচে আছি
স্বাক্ষীর কালিতে ভরেছে দু-নয়ন।
কষ্ট তুমি যতই দাও
দুঃখের আগুনে যতই পোড়াও,
তবুও তোমায় বাসব ভালো
ভুলে তুমি যতই যাও।।