একদিন চেয়েছি যারে
জীবন সমুদ্র ঘুরে,
পেয়েছি তারে স্বপ্নে
ছন্দিত কবিতার শিরে।
নীলাদ্রী জল প্রান্তরে
সুখ যৌবনের সন্ধিক্ষণে,
কুয়াশা ভেজা প্রাতে
ভিজেছে মন আনমনে।
সে যে চন্দ্র কলা হাসি
রোদেলা আকাশের মৌনতা,
প্রেম জড়ানো আঁখি
কাননে ফোটা স্নিগ্ধতা।
সে যে কুহেলীর পদ্মকাকলী
রক্ত স্রোতে লেখা নাম,
গর্বিত হৃদয়ের পটে
অজানা অন্তরীক্ষের শিরোনাম।
সে যে চির ব্যথা প্রদেয়
মুখরিত আলোক রোশনাই,
মায়াবী পরশের বাঁধন
তাকে কি কভু ভালো যায়।।