কুয়াশায় ভিজে গেলো
মাঝরাতে জেগে থাকা
আমার দুটি চোখ,
হয়তো কোনদিনই আমি
ছিলাম না তার কাছে
কোন আপন লোক।
নিঃশ্বাসে ফেলে আসা
গাঢ় কুয়াশার মাঝে
সেই যে গভীর শূন্যতা,
চিরন্তন ইচ্ছের অবস্থানে
অবিশ্বাসের ছিন্ন চাদরে
সবই হয়েছে ব্যর্থ তা।
তাই তো কুয়াশায় ভিজে
বিরহের মূর্ছনা যাপনে
ঢেকেছি লজ্জিত মুখ,
কবিতায় গেঁথেছি প্রাণ
প্রহরের বিষন্ন বেলায়
ভুলে জাগতিক সুখ।
কত খুঁজেছি ভোরে
কুহেলীকা নাম ধরে
দিবাকর সেজেছি নিজে,
শিশির ঝরেছে ঘাসে
বিন্দু বিন্দু জলকনায়
তবুও বোঝেনি সে যে।
তাইতো সবুজ পাতায়
গভীর কুয়াশার প্রেম
মন পাইনি অভিমানে,
সোনালী স্বপ্নের ভিড়ে
জাগ্রত স্মৃতি মন্থনে
শ্রাবণ ধারায় শিহরণে।
কুয়াশার স্নিগ্ধ মোহে
উন্মাদ ভবে ঘুরে
কেটে গেছে নেশা,
শূন্য হৃদয়ের প্রান্তরে
মায়ার আবেশী পরশে
তবুও চিরন্তন ভালোবাসা।।