আজ শহরের বুকে নিদারুণ ব্যস্ততা, হানাহানি,
মারামারি, এর মাঝেও কিছু মানুষ স্বপ্ন দেখে,
প্রতিদিন রাতে নিশ্চিত মৃত্যুর ঠিকানা থেকে ফিরে এসে
ভোরে নতুন সূর্যের কিরণে নতুন স্বপ্ন নিয়ে জাগে।
অজান্তেই হোক আর সজ্ঞানেই হোক কিছু মানুষ আজও
ভালোবাসতে জানে ভালোবাসাতে জানে।

রামধনু আঁকা রঙিন আকাশ
      স্বপ্ন স্মৃতি মাখা,
তোকে আমি ভালোবাসি কত
      মেঘের পরতে আছে লেখা।
তোকে ছাড়া এই জীবনের
      নেই তো কোনো মানে,
তাইতো যত্ন করে সংগোপনে
       রাখি মনের কোনে।

কারও সৌন্দর্য কখনো বর্ণনা করার বিষয় নয়,
তার সামনে গিয়ে সেটা উপলব্ধি করতে হয়।
তবে সুন্দর কোনো বিষয় খুবই ক্ষণস্থায়ী হয়,
তাই কোনো ভালো মানুষ ও আয়ুতে স্বল্পায়ু়ু হয়।
পৃথিবীতে কখনো তাকে খুঁজো না যে সবথেকে সুন্দর,
বরং তাকে খুঁজো যার জন্য তোমার পৃথিবীটা সুন্দর।

তোর চোখের তারায় কি যাদু
      আমি পথ যে হারায়,
তোর হাসির গালের টোলে
      আমি সব ভুলে যাই।
তোর রূপের বর্ণনায় লেখা
      হাজার কবিতায় রূপকথা,
ঘুমের মাঝেও তোকেই খুঁজি
       তুই যে মনের ব্যথা।

দূষণ আবৃত পৃথিবীর বুকেও ফুল ফোটে, পাখি ডাকে
মেঘের চাদর সরিয়ে প্রকৃত ভালোবাসার সূর্য উঁকি দেয়।
যে যত বেশি জীবন কে প্যাঁচায় জীবন তত জটিল হয়,
মানুষের হৃদয়টা ও একটা ছোট আয়নার মতো,
সেই আয়নার উপর ভালোবাসার ছায়া পড়লে
এক সময় ঠিক সেটা প্রতিবিম্ব হয়ে দেখা যায়।

হৃদয়ের অন্তরে জমা কথা
      বলেছি একা একা,
স্মৃতির চাদরে মোড়া স্বপ্ন
      সবই রয়েছে ঢাকা।
কেউ জানেনা কেউ বোঝে না
      হৃদয় হয়েছে শ্মশান,
যন্ত্রণায় দীর্ণ আমার জীবন
      ফেরারী হয়েছে অভিমান।।
.................................
Kolkata,