আমি হয়তো নিজেকে হারিয়ে ফেলেছি
তোমার ঐ মনের বালুচরে,
স্বপ্ন ঘরটা আজ ভেঙে গেছে
নীল বেদনার কোন পাড়ে।
কেউ চলে যায় তবু তাকে
কোন দিনও ভোলা যায় না,
যদি কেউ জীবনে দেয় ফাঁকি
এই মন তবু বোঝে না।
আমার স্বপ্ন ভেজা মেঘ গুলো
তোমায় নিয়েই ভাবে বেশ,
স্মৃতির জঠরে ইচ্ছে নদীর ভিড়ে
জড়িয়ে রাখে তোমার আবেশ।
আমার লেখা কবিতার সব চরণে
শুধু তোমায় মনে পড়ে,
অনুভবের ভাঁজে ভাঁজে তোমার প্রেম
জমা থাকে স্মৃতির আঁধারে।
শিশির ভেজা রঙ তুলিতে আঁকা
সেদিনের গল্প কথার দিনগুলো,
কালবৈশাখীর ঘূর্ণি ঝড়ে সমুদ্রের অতলান্তে
ঠিকানা বিহীন হারিয়ে গেলো।
আজ মরচে পড়া একাকী দোলনাটা
চুপচাপ শুধু যন্ত্রণায় দুলছে,
দুপুরের কড়া রোদে তৃষ্ণার্ত বুকে
ভগ্নাংশ হৃদয়টাই কার্নিসে ঝুলছে।।