এক পলকের জীবন রথে
গড়ে ওঠে কিছু অস্থায়ী সম্পর্ক,
যে সম্পর্ক গুলো চলার পথে
হয়তো কখনো কখনো বদলে যায়।
কাউকে চাওয়া মানে
তাকে সব সময় পাওয়া বোঝায় না,
না পাওয়ার বিরহ ব্যাকুলতায়
প্রেমও চির অমর গাঁথা হয়ে যায়।
সব ফুল যেমন দেবীর চরণে পৌঁছায় না
তেমনি এক জীবনেও থাকে অনেক ভুল।
সময় যেমন কারও জন্যে অপেক্ষা করে না,
তেমনি নিজের মাঝেই সৃষ্টি হয় নিজের সর্বনাশ।
সুখের ঠিকানা খুঁজতে যাওয়া বৃথা,
সুখ যে ক্ষণস্থায়ী মনের অন্তরে বাস।
যখন স্মৃতির ভাঁজে মেঘ জমে
কান্নার বারি ধারায় মুছে যায় সব অতীত।
ভরা গাঙে যখন তুফান আসে
তখন উতল হাওয়ায় মন তারেই খোঁজে।
দিনের আলোয় ঘরে ফেরা পাখিদের মতো
রাতের আকাশে আঁধারের বিশালতায় থাকি তোমার অপেক্ষায়।
মনে দুঃখের পাহাড় ভেঙে, চোখে দৃষ্টির পাতায়
অবসন্ন দেহে দিশেহারা হয়ে তোমায় খুঁজি।
অসীম শূন্যতায় এক চিলতে সূর্য রশ্মিতে
জেগে উঠি নতুন ভোরে এক ফোঁটা অশ্রু নিয়ে।
কবিতার পাতায় নতুন শব্দের ভিড়ে শুধু একটা প্রশ্ন
একটু মনে রেখো আমায়, রাখবে তো?