মানুষের বেঁচে থাকা কয়েক ফোঁটা জীবনে
যখন ভালোবাসার ঘূর্ণিঝড়ের তাণ্ডব চলে,
তখন হৃদয়ের পরতে কম্পিত সুরেলা ছন্দটাও
এলোপাথাড়ি স্বপ্নের ভিড়ে লুকোচুরি খেলে।
হয়তো তেমনি আমার শরীর টাকে উল্টে পাল্টে
নিষিদ্ধ রক্তে সমুদ্রের ঢেউয়ে ভিজিয়ে দিল,
জানিনা কেন হাতরাতে হাতরাতে সব ভুলে
উত্তাল ঢেউয়ে হৃদয় টা আমার ভেসে গেল।
মনের জলতরঙ্গ টা অজানা সুরে বেজে উঠে
আমার আমি হারিয়ে গেল ভালোবাসার ময়দানে,
এমনি ভাবে জেগে ওঠা খেয়ালী পাখি যদি উড়ে যায়
বিগলিত বেদনার স্ফুলিঙ্গে মন কেঁদে ওঠে প্রাণে।
মনেহয় জীবনে এমন যদি একটা ব্লটিং পেপার পেতাম
তাহলে সব দুঃখ বেদনা গুলো শুষে নিতাম,
পৃথিবীর বিছানায় লেগে থাকা দাগ গুলো
ধুয়ে মুছে জীবন টাকে নতুন করে শুরু করতাম।।