জীবনের প্রতিটা মুহূর্ত যদি হয় দুঃখ সাথী,
সুখ পাখিটাও পথ ভুলে হয়ে যায় সম ব্যথি।
যার জন্মটা এক অত্যাশ্চর্য যন্ত্রনার রূপ,
বেঁচে থাকাটাও তার কাছে তাচ্ছিল্য স্বরূপ।
যার প্রতিটি শ্বাসে নেমে আসে অশ্রু জল,
তার জীবনের পথে হারানোর কি আছে বল?
দুঃখ কষ্ট যাকে আষ্টেপৃষ্ঠে ঘিরে রাখে চতুর্দিকে,
তার কাছে দিন রাত সবই একাকার হয়ে থাকে।
দুঃখের চাদরে রঙিন সূক্ষ্ম স্বপ্নগুলো হয় বোনা,
বাঁচার আশাটাও যে আশ্চর্য জনক তার জানা।।