রাত্রি শেষে ভোর যে হল
ঢাকলো আকাশ মেঘে,
ঝড়ো হাওয়া মনে প্রাণে
বইছে প্রবল বেগে।
ঝম ঝমিয়ে বৃষ্টি এলো
ভিজলো সবই যখন,
প্রিয় জনের সাথে থাকতে
ভালো লাগে তখন।
বাদল পোকা মাতাল হয়ে
উড়ছে চারিদিকে,
সোঁদা মাটির গন্ধে মন
সুর তুলেছে বুকে।
তপ্ত ধরার রুক্ষ বেশ
শান্ত হয় যে সব,
সবুজ বনে শোনা যায়
পাখিদের কলরব।
ভগ্ন মেঘের চিলে কোঠায়
রামধনুর রং লাগে,
ঘুম থেকে পৃথিবী যেন
উঠল এবার জেগে।