বহুদিনের বন্ধ হৃদয়ের জানালাটা খুলে
মুক্ত দীর্ঘশ্বাস নিয়ে দেখি
তোমার ছবিটা একবার,
লজ্জায় রাঙা তোমার চিকন গাল
জেগে ওঠে অতীত স্মৃতি
কবিতার পাতায় বারবার।
হঠাৎ শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি
ঘ্রাণ হীন বিবর্ণ ভালোবাসায়
অতিশয় যন্ত্রণায় দীর্ণ,
বিনিদ্র রাতে ভেসে ওঠে স্বপ্ন
রেশমী চুলে আঙ্গুল জড়িয়ে
হৃদয় কে করে বিদীর্ণ।
ভালো করে দেখো আমার আবীর
রাঙানো ছোপ আজও লেগে
তোমার গোপন অঙ্গে,
প্রসারিত কমলা লেবুর ঠোঁট যুগল
হয়তো এখনো থরথরিয়ে কাঁপে
প্রতীক্ষিত চুম্বনের সঙ্গে।
তুমি চলে যাবার পরেই অনুভূত
অবিরল ব্যথিত অশ্রু জলে
জীবনের বোবা আর্তনাদ,
অনেক প্রেমের বিলাপে ভেসেছে মন
অপেক্ষায় রয়ে নিত্যদিন জেগেছে
পুনরায় দেখার সাধ।।