স্থায়ী...
আজ দেখেছি    তোমায় আমি
কোন প্রণয়ের রূপে,
চেনা ছন্দে     মিশে গেছো
জীবনেরই গল্পে।
সূর্যটা আজ    তোমার চোখে
সূর্যটা আজ    তোমার চোখে
এই পৃথিবীর    স্বপ্ন নিয়ে   থাকে....


১ম অন্তরা
আপন ভেবে    হৃদয় মাঝে
না হয় একটু   তুমি   থাকলে সাথে,
ইচ্ছে গুলো     সত্যি হবে
ভালোবাসা   দিয়ে   জ্যোৎস্না রাতে।
মায়া ভরা      মধু ছন্দে
চোখ জোড়া আজ   প্রেমের ছবি   আঁকে....
সূর্যটা আজ    তোমার চোখে
সূর্যটা আজ    তোমার চোখে
এই পৃথিবীর    স্বপ্ন নিয়ে   থাকে....

২য় অন্তরা
বাঁধন হারা    খুশির স্রোতে
লাগাবো রঙ  তোমার   ঠোঁটের কোনে,
তোমার কাছেই    সব আবদার
পূর্ণ হবে   আমার   মনে প্রাণে।
ভাবনারা আজ   উদাস মনে  
উষ্ণ ছোঁয়ায়     হারায় পথের    বাঁকে.....
সূর্যটা আজ    তোমার চোখে
সূর্যটা আজ    তোমার চোখে
এই পৃথিবীর    স্বপ্ন নিয়ে   থাকে....


সুর: সৌভিক