আমার রাত জেগে লেখা চিঠি
সবই তোমার ছেঁড়া চিরকুট,
হেমন্তের ভোরে শিশিরের সংলাপ
বোনে অস্তিত্বের চিত্র কুট।
এই সাহিত্যের সংসারে যবনিকা টেনে
আমি লিখে যাবো ভালোবাসার সংজ্ঞা,
অমানিশায় গহীন আঁধারের বুকে
বয়ে যাবে শেষ নিঃশ্বাসের গঙ্গা।
মনের আয়নায় যে তিন অক্ষরে
অনুক্ষণ লিখেছিলাম তোমার কাব্য,
সেই সুললিত অক্ষর মালা, আজ
স্বপ্ন বিলাপে হয়েছে দুষ্প্রাপ্য।
মুখ ভার করা ঝাপসা হাওয়ায়
এলোপাতাড়ি বয়ে বৃষ্টির ধারা,
তোমার স্মৃতির ছোঁয়ায় জাগবে হৃদয়
প্রেম যেন বিস্ময়ে অধরা।।