যে পথে অন্তিম বিন্দুতে মানুষ ছুঁয়ে দেখে,
যে পথে বিরাজমান চির ঘন অন্ধকার।
যে পথে জলের কোন চিহ্ন মাত্র নেই,
যে পথে জীবন অস্তিত্বের ঠিকানা জানা নেই,
যে পথে পূর্ণিমার জ্যোৎস্না মাখা চাঁদ নেই,
যে পথে বুক ভরা ভালোবাসার নিশ্বাস নেই,
যে পথে শুধুই অন্ধকার, আলোর খোঁজ নেই,
যে পথে মাতৃগর্ভের কোন টান নেই।
সেই পথে কেন চলে গেলে জানা নেই!
জীবন একদিন শব্দ থেকে নিঃশব্দে
অসীমের মাঝে বিলীন হয়ে যায়,
কিছু কিছু আনন্দ হাঁসির নিরিখে
বেদনায় মোড়া থাকে গোপন কান্নায়।
বয়ে যাওয়া প্রাণোচ্ছল নদীটা
কখনো আবার অশ্রু দিয়ে হয় ভরা,
তেমনি জীবনের আনন্দ আশ্রমটাও আবার
কখনো বেদনা দিয়ে হয় গড়া।
তবুও প্রভাতে সূর্যটা ওঠে পূর্ব দিকে
আর অস্ত যায় পশ্চিম প্রান্তে,
তেমনই জন্ম থেকে মৃত্যু দর্শন
চিরসত্য ঘটনা, ঘটে থাকে অজান্তে।
তাই যে পথ শুধু নির্জন, আঁধারের মাঝে শীতল।
যে পথ বিমূর্ত, অদৃশ্য শুধু অনুভব হয় হৃদয় দিয়ে,
সেই পথে, "কিছু কথার প্রশ্ন আছে উত্তর নেই
কিছু কথার উত্তর আছে প্রশ্ন নেই।"
সেই অন্ধকারের পথ তুমি কেন
আলোর মাঝে খুঁজে নিলে জানা নেই!