তুমি তো দুষ্টু,
কেন এলে পথ ভুলে আমার মনের দ্বারে?
তুমি তো অদ্ভুত,
কেন গেলেনা অন্য পথ দিয়ে অনেক দূরে?
তুমি এলেই যদি শূন্য মনে কেন এলেনা?
তবে তো নিজেকে অপরাধী মনে হতো না?
আমার বেদনার অশ্রুধারা পারলে একটু ছুঁয়ে দেখো,
ভালোবাসার গভীরতা একটুও কম নয় জেনে রেখো।
তুমি তো নিরুপায়,
বোঝনি কেউ একান্তে এতো ভালোবাসতে পারে।
তুমি তো ভাবছো,
কাউকে ভালো না বাসলে ভালোবাসতে পারে কি করে?
ভালোবাসা যে উপলব্ধি যায় না তাকে ছোঁয়া,
রোদেলা দুপুরে হঠাৎ যেন খুঁজে পাওয়া ছায়া।
মরীচিকা দেখে তৃষ্ণার্ত পথিক যেমন ছুটে যায় তারই দিকে,
নিঃস্বার্থ ভালোবাসা এমনই যাকে নিয়ে কেউ বেঁচে থাকে।।