তুমি পাঁকে ফোটা পদ্ম পাতা
কোমল মসৃণ সবুজ তোমার মন,
আমি ভোরের এক শিশির বিন্দু
তোমার বুকে মাথা রেখে হারিয়েছি ভুবন।
অবুঝ স্পর্শে টলমল পায়ে তোমায়
একটু আঁকড়ে রাখার চেষ্টা।
কিন্তু সহসা ঝোড়ো হাওয়ায় পড়েগেছি
ব্যর্থ হয়েছে বাঁচার প্রচেষ্টা
চেষ্টা করোনি একটু কষ্ট করে ধরে রেখে
নিজের কাছে আশ্রয় দিতে,
আমি চেষ্টা করেছি গভীর আলিঙ্গনে
তোমায় জড়িয়ে ধরে রাখতে।
হয়তো ফেলে দেবার সময় আমি চিৎকার করে
তোমায় কিছু বলতে চেয়েছি,
শোননি আমার কোন কথা; বধির ছিলে তুমি
শুধু দেখেছ কষ্ট পেয়েছি।
আমি আমার চোখের নোনা জলে এই এক ফোঁটা
জলকে ভাসিয়ে দিয়েছি,
আর তোমার না ভেজা বুক থেকে চিরতরে
একটাই প্রশ্ন নিয়ে বিদায় নিয়েছি।
কেন তুমি ফেলে দিলে আমায়?
আমি তো ভালোবেসেছিলাম তোমায়।।