যে হৃদয় আমার আজও কাঁদে
কেন দিয়েছিলে সেই মন?
যে অচেনা ছায়া আমায় পিছু ডাকে
কেন দিলে ব্যথা অকারণ?
অভিনয় যদি ছিল তোমার ভালোবাসায়
অজানা ছিল আমার আঙিনায়,
চলে গেছ কোনও সুখের সন্ধানে
প্রেম কি ছিল শুধু মোহময়?
জানিনা কি কারনে ভেঙেছ হৃদয়
করেছো আমায় পর,
তোমার ভিন্ন স্বাদের প্রেমের পরশে
জ্বলেছে আমার অন্তর।
হয়তো এজীবন তোমার কাছে নয়তো জীবন
শুধুই ছেঁড়া পাতা,
তবুও বসে অচেনার পথ চেয়ে
কবে ভাঙবে এই নীরবতা!!